কমলগঞ্জে শীতের তীব্রতা বৃদ্ধিঃতাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

    0
    224

    আমারসিলেট24ডটকম,২৯ডিসেম্বর,শাব্বির এলাহীমৌলভীবাজারের কমলগঞ্জে ঘন কুয়াশার সাথে সাথে ঠান্ডা হালকা বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের তীব্রতার কারনে জনজীবন স্তবির হয়ে পড়েছে। গতকাল রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সূর্যের দেখা মিললেও রোদের উত্তাপ কম ছিল। শীতের তীব্রতার জন্য দিনের বেলায়ও হাট-বাজার ও অফিস-আদালতে লোক সমাগম কম ছিল। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহির হতে দেখা যায়নি লোকজনকে। অনেককেই দেখা গেছে ঘরের আঙ্গিনায় এবং বাজার সমুহের উন্মুক্ত স্থানে আগুণ জ্বালিয়ে বৃত্তাকারে বসে শরীরে আগুণের উত্তাপ নিতে।

    শীতের তীব্রতা বেশী লক্ষ্য করা গেছে চা বাগান এলাকা সমুহে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের সিনিয়র অবজারভার অফিসার মো: হারুনুর রশীদ জানান, গতকাল রোববার সকাল সাড়ে ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সুত্রে জানা গেছে, শীতের তীব্রতার কারনে  উপজেলার সর্বত্র স্বর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।