কমলগঞ্জে লক্ষাধিক টাকা মূল্যের কাঠ জব্দ

    1
    462

    আমারসিলেট24ডটকম.১০এপ্রিল,শাব্বির এলাহী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে একটি দোকানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে মহকূমা সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে আকস্মিকভাবে অভিযান চালিয়ে এসব কাঠ আটক করে।

    রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ থানার প্রধান ফটকের সামনের একটি দোকানে তল্লাশিকালে মহকূমা সহকারী বন সংরক্ষক মোঃ সাজ্জাদুজামান চিরাই করা বিভিন্ন সাইজের ১৫৯ টুকরো সেগুন কাঠ জব্দ করেন। জব্দকৃত এসব সেগুন কাঠের পরিমাণ ২৩ ঘনফুট। আর এর বাজার মূল্য ৪৬ হাজার টাকা হবে বলে জনা যায়। এছাড়া একই দোকান থেকে সেগুন কাঠ দিয়ে প্রায় তৈরী অবস্থায় দুটি পালং (খাট) জব্দ করা হয়। যার বাজার মূল্য এক লাখ টাকা হবে।

    মহকূমা সহকারী বন সংরক্ষক মোঃ সাজ্জাদুজ্জামান, সেগুন কাঠ জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত কাঠের কোন মালিক খোঁজে পাওয়া যায়নি। তবে জব্দকৃত কাঠের ঘটনায় বন আইনে একটি মামলার প্রস্তূতি চলছে বলেও তিনি মহকূমা সহকারী বন সংরক্ষক জানান।