কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের মেধা বৃত্তি

    0
    310

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৮অক্টোবর,শাব্বির এলাহীঃ শনিবার (০৮অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে দু’দিন ব্যাপী বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়। “বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট(বি.এম.ই.টি) এর আয়োজনে এ মেধা বৃত্তি পরীক্ষায় সারা দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দুইশতাধিক মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল সাড়ে নয়টায় তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

    বি.এম.ই.টি সম্পাদক মোঃ শাহাজ উদ্দিন জানান, ০৮ ও ০৯ অক্টোবর তেতইগাঁও রসিদউদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে সারা দেশের ১৬টি প্রাইমারী স্কুল ও ১০টি হাইস্কুল মিলিয়ে ২৬টি স্কুলের ৫ম,৮ম ও ১০ম শ্রেণীর  ২১১জন মণিপুরী মুসলিম শিক্ষার্থীরা  এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

    সংগঠনের সভাপতি আমজদ আলী জানান, ২০০১ ইং সাল হইতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে বি.এম.ই.টি.বৃত্তি পরিক্ষা অনুষ্টিত হয়ে আসছে।