কমলগঞ্জে মণিপুরী থিয়েটার নটমণ্ডপের উদ্বোধন

    0
    215

    “ভারতের সাথে সিলেট অঞ্চলের সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়েছে-রিভা গাঙ্গুলী দাস,ভারতীয় হাই কমিশনার” 

    কমলগঞ্জ প্রতিনিধি: ভারতের সাথে  সিলেট  অঞ্চলের  সংস্কৃতির  নিবিড় সম্পর্ক  রয়েছে ।   শুক্রবার  মৌলভীবাজারের  কমলগঞ্জে দেশের  স্বনামধন্য  নাট্য  সংগঠন  মণিপুরী  থিয়েটারের   স্টুডিও  নটমণ্ডপের উদ্বোধন  করে  একথা  বলেন,   বাংলাদেশে  নিযুক্ত  ভারতীয়  হাই  কমিশনার  রিভা গাঙ্গুলী  দাস।

    বিকাল  সাড়ে  চার টায়  ঘোড়ামারা গ্রামে  স্টুডিও  প্রাঙ্গণে  আয়োজিত  উদ্বোধনী  অনুষ্ঠানে  সম্মানিত  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  সাবেক  সংস্কৃতি  মন্ত্রী  ও নাট্যজন আসাদুজ্জামান নূর । মণিপুরী  থিয়েটারের   সভাপতি  সুভাশীষ সিনহা  সমীরের  সভাপতিত্বে   অনুষ্ঠানে  বিশেষ  অতিথি  ছিলেন মৌলভীবাজারের  জেলা  প্রশাসক  তোফায়েল ইসলাম, বাংলাদেশে  নিযুক্ত ভারতীয়  ডেপুটি  হাই  কমিশনার এল,  কৃষ্ণ  মূর্তি ,
    কমলগঞ্জ উপজেলা  পরিষদের  চেয়ারম্যান  অধ্যাপক  রফিকুর রহমান,  মৌলভীবাজার সদর  উপজেলা  পরিষদের  চেয়ারম্যান  ও  চেম্বার  অব কমার্স এর  সভাপতি  কামাল  হোসেন ও  প্রখ্যাত  নৃত্য  শিল্পী  তামান্না রহমান ।
    এছাড়াও  উপস্থিত  ছিলেন  বাংলাদেশ  গ্রুপ  থিয়েটার  ফেডারেশনের  সাধারণ সম্পাদক  কামাল  বায়েজীদ,  কমলগঞ্জ  উপজেলার  সহকারী  কমিশনার  (ভূমি  ) সুমি  আক্তার,  কমলগঞ্জ  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  আরিফুর রহমান  প্রমুখ ।