কমলগঞ্জে ভয়াবহ কালবৈশাখীতে কয়েকশ বাড়ীঘর বিধ্বস্ত

    0
    526

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মে,শাব্বির এলাহী,কমলগঞ্জ:কমলগঞ্জ উপজেলার উপর বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে উপজেলার আদমপুর ,ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের কয়েকশ ঘর বিধস্ত হয়েছে। উপড়ে পড়েছে হাজারো গাছ পালা। ১১ কেভির ৩০টি খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে।

    কমলগঞ্জ -শ্রীমঙ্গল সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৮ ঘন্টা পর দুপুর ১২ টায় সড়ক যোগাযোগ চালু করা হয়। বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে যাওয়ার কারণে বিকাল ৪ঠা পর্যন্ত পুরো কমলগঞ্জ অন্ধাকারে নিমজ্জিত। ৮ মে মংগলবার ভোর রাত ৪টায় প্রচন্ড কাল বৈশাখী ‘ঝড়ের সাথে সাথে আলোর ঝলকানীর সাথে সাথে প্রচন্ড শব্দ করে বজ্রপাতের শব্দে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। লাউয়াছড়ায় রেল লাইনের উপর গাছ ভেঙ্গে পড়ায় ২ দফায় (উদয়ন ও কালনী ট্রেন) সিলেটের সাথে সাড়ে ৬ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। পরে গাছ কেটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

    জানা যায়, এদিন  ভোর ৪টায়  কমলগঞ্জ উপজেলার আদমপুর ,ইসলামপুর ও মাধবপুর ইউনিয়ের উপর দিয়ে প্রচন্ড বেগে কাল বৈশাখী ঝড়ে আদমপুর ইউনিয়ের আদখানি, জালালপুর কাটাবিল উত্তর ভাগ সহ প্রায় ১০টি গ্রামে ব্যাপক বাড়ি ঘর ক্ষতিগস্থ হয়। রাস্তার গাছপালা উপড়ে পড়ে। আদমপুরের বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুত এর ১১ কেভি ৫টি খুঁটি ভেঙ্গে পড়েছে। এছাড়া উত্তরভাগ গ্রামের আব্দুল গনি,শামু মিয়া,গোলজান বেগম, মধ্যভাগ গ্রামের আলীবুন বেগম ,জালালপুর গ্রামের খালিক মিয়া ও আদকানি গ্রামের সুরজান বিবি’র ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

    অপর দিকে একই সময় মাধবপুর ইউনিয়নে ঝড়ে প্রায় ৩০ টি ঘর সম্পূর্ন সহ শতাধিক বাড়ি ঘর বিধস্ত হয়। চা বাগান এলাকায় টিনের ঘরে চাল উড়িয়ে নিয়ে গেছে। কয়েক শতাধিক গাছ পালা উপড়ে পড়েছে। মাধব চাবাগান, মাঝের ছড়াসহ বিভিন্ন গ্রামে ২৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। মাধবপুরে দুহারিকা বট,গোপালবট,শ্রী নারায়ন দাশ,আজগর আলী, ধলাইপাড় গ্রামের হেলিমা বেগম.,বাঘবাড়ী গ্রামে সুরেন্ড কুমার সিংহের ঘর সম্পূর্ন বিধস্ত হয়।

    এছাড়া ইসলামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ১১ টি ঘর সম্পূর্ন ও  আদমপুর বি.এন.ভূইঁয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পরিবার কল্যান কেন্দ্র, উপ-স্বাস্থ্য কেন্দ্র, হেরেংগাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকশ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া প্রায় ২ শতাধিক স্থানে বিদ্যুৎ লাইনে তার ছিড়ে পড়েছে। মংগলবারের ঝড়ে ৩৩ কেভির লাইনের মাগুরছড়া নামক স্থানে খুঁটি ভেঙ্গে পড়েছে। পাহাড়ের ভিতরে বেশ কয়েকটি গাছ পড়ায় কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

    কমলগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোবারক হোসেন জানান, ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে প্রায় ৩০টি খুঁটি ও ২ শতাধিক স্থানে তার ছিড়ে গেছে। বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক করতে ২ দিন লেগে যাবে। কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতা মোঃ আছাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা দেয়ার জন্য চেয়ারম্যান দের বলা হয়েছে।ক্ষতিগ্রস্ত তিন ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান, আবদাল হোসেন ও পুষ্পকুমার কানু জানান, কালবৈশাখী ঝড় ও অব্যাহত ভারী বর্ষণে এসব ইউনিয়নের কয়েক হাজার হেক্টর বোরো ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।