কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম ও জাতীয় শিশু দিবস পালন

    0
    547

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭মার্চ,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। র‌্যালী, কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচী পালিত হয়।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফির্সাস ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম। শমশেরনগরে ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও হিসাব সহকারী মো. খাইরুল আমীন এর স ালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু।
    এদিকে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার বিকাল ৪টায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য এম, মোসাদ্দেক আহমেদ মানিক।