কমলগঞ্জে প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মে,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না কেউই। দিনের বেলা রোদ্রের তেজের কারণে জরুরী কাজ ছাড়া বাসাবাড়ি থেকে কেউ বাইরে যাচ্ছেনা। যার ফলে সারা দিন রাস্তাঘাট ও স্কুল এবং অফিসপাড়া প্রায় ফাঁকা ছিল। অফিসগামী মানুষ, শ্রমিক, স্কুলগামী শিক্ষার্থী এবং অল্প বয়সের শিশু ও বৃদ্ধরা গরম ও তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী অবজারবেশন অফিসার জাহিদুর ইসলাম মাসুম জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলিসিয়াস।

    এ দিকে, প্রচন্ড তাপদাহে কমলগঞ্জে বিভিন্ন ব্যস্ততম এলাকায় ও ফুটপাতে পানীয় দোকান গুলোতে বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে তরমুজ, ডাব, লেবুর শরবতের কদর। তরমুজ ও ডাবের দোকানগুলোতেও দেখা গেছে ক্রেতাদের ভিড়। দিনভর প্রচন্ডরোদ্রতাপ ও অসহনীয় গরমে  প্রতিটি দোকানে নানা মূল্যের অভিজাত শ্রেণীর বাহারি আইসক্রীম সহ ঠান্ডা পানীয় বিক্রির ধুম পড়ে। একটুখানি স্বস্তি পেতে যে যার সাধ্যমতো মূল্য দিয়ে ঠান্ডপানীয় পান করেছেন।