কমলগঞ্জে পান দোকানদার মন্নানের মাসিক আয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা

0
698
৫ টাকার খিলি পান বিক্রি করে প্রতি মাসে ৪০-৪৫ হাজার টাকা লাভ করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারের পান দোকানদার আব্দুল মন্নান। তার হাতের ৫ টাকা মূল্যের খিলি পান খেতে মন্নানের ছোট দোকানে ভীড় করেন জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পান প্রিয় রসিক মানুষেরা।

শাব্বির এলাহী,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ৫ টাকার খিলি পান বিক্রি করে প্রতি মাসে ৪০-৪৫ হাজার টাকা লাভ করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারের পান দোকানদার আব্দুল মন্নান। তার হাতের ৫ টাকা মূল্যের খিলি পান খেতে মন্নানের ছোট দোকানে ভীড় করেন জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পান প্রিয় রসিক মানুষেরা। খিলি পান বিক্রি করে আব্দুল মন্নান হয়েছেন স্বাবলম্বী।
দীর্ঘ ২০ বছর ধরে এভাবেই খিলি পানের ব্যবসা করে আসছেন আব্দুল মন্নান। প্রতি দিন দুই হাজার টাকার পান ও ১৫শ টাকার সুপারি খিলি করেন। পান খেতে আসা অনেকই পান খেয়ে পকেটে করে ৫-৬ টা খিলি বাড়িতে নিয়ে যান। পান ব্যবসায়ী হিসাবে আব্দুল মন্নান শহীদনগর বাজার ও পতনঊষার ইউনিয়নের পরিচিত মুখ। পান খেতে আসা সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রনি বলেন, “সিলেটিদের পান আর চা ছাড়া চলেনা। আমি যখন এই বাজারে আসি তখন আব্দুল মন্নান এর কাছ থেকে খিলি পান খাই সাথে করে আরও কয়েকটা নিয়ে যাই।তার পান সুপারি গুলো অনেক ভালোমানের এজন্য সবাই পান খেতে আসে।“
পান ব্যবসায়ী আব্দুল মন্নান জানান, “প্রতিদিন ৬-৭ হাজার টাকার শুধু খিলি পান বিক্রি করেন। প্রতিমাসে ৪০-৪৫ হাজার টাকা লাভ হয়। এই টাকা দিয়ে ভালোভাবেই সংসার চালান। ২০ বছর আগে যখন ব্যবসা শুরু করে ছিলেন তখন ১টাকা দামে খিলি পান বিক্রি করতেন। পান বিক্রি করেই স্বাবলম্বী হয়েছেন।কোন কারণে দোকান বন্ধ থাকলে সবাই ফোন করে দোকানে নিয়ে আসেন পান খাওয়ার জন্য।“