কমলগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা

    0
    514

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫নভেম্বর,ডেস্ক নিউজ,কমলগঞ্জ প্রতিনিধি:পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় বুধবার মৌলবীবাজারের কমলগঞ্জে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টি,এইচ,নিশিতার স ালনায় এ কর্মশালায় প্রৃধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ কুতুব উদ্দিন।জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীসহ দেড়শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনু্িষ্ঠত কর্মশালায় মৌলভীবাজার জেলার সকল উপজেলায় ইউনিয়ন ওয়ারী স্বাস্থ্য ও প্রসুতি সেবার তথ্য চিত্র উপস্থাপন করেন এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ এ বি এম সামছুদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, পৌর মেয়র জুয়েল আহমেদ পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক ডাঃ একেএম আব্দুস সোবহান ও গাইনি বিশেষঞ্জ ডাঃ হাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু ইসলামপুর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মৃনাল কান্তি সিংহ প্রমুখ।