কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় হরিণের চামড়া উদ্ধার

    0
    257

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর,কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠালকান্দি গ্রামে প্ররিত্যক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করে বন বিভাগ ও পুলিশ। হরিণ শিকারকারীদের খোঁজে বের করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। কুরমা বনবিট ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায় ,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় বন বিভাগ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তর কাঁঠালকান্দি গ্রামের জালাল মিয়ার ০৩৯ কুরমা বনবিট কর্মকর্তা মো: জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত চামড়া দেখে অনুমান করা যায় ২/৩ দিন আগে হরিণ শিকার করে মাংস ভাগাভাগি করে নিয়ে গেলেও চামড়া ফেলে যাওয়া হয়।
    ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানও হরিণের চামড়া উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, জোর পুলিশি তদন্ত হলে অবশ্যই হরিণ শিকারীসহ যারা মাংস ভাগ করে নিয়েছে তাদের নাম পরিচয় বের হবে।
    কমলগঞ্জ থানার এসআই ফরিদ আহমদ বলেন, চামড়া উদ্ধার করে থানায় জব্দ করে রাখা হয়। এ বিষয়ে পুলিশ তদন্ত চলছে। বন বিভাগ অভিযোগ দিলে বন্য প্রাণী হত্যা আইনে একটি মামলাও হবে।