কমলগঞ্জে দুই শতাধিক জেএসসি পরীক্ষার্থীদের আর্থিক সাহায্য

    0
    243

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪আগস্টঃ  মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শতাধিক জেএসসি পরীক্ষার্থীদেরকে ফরম ফিল আপের ফি বাবদ আর্থিক সাহায্য প্রদান করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ,মৌলভীবাজার সিডিপি।

    রবিবার (১৩আগষ্ট) বেলা একটায় সংস্থার কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ মৌলভীবাজার সিডিপির কনফারেন্স হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলিত বছরের ২১০জন জেএসসি পরীক্ষার্থীদের ফরম ফিল আপের ফি বাবদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

    এর আগে দুপুর সাড়ে এগারোটায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সংস্থার মৌলভীবাজার সিডিপির ম্যানেজার রিমো রনি হালদারের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় আমন্ত্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাব্বির এলাহী, আদমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, গুড নেইর্বাস কর্মকর্তা মর্নিংটন ম্রো ওইয়ুথ কাউন্সিলের চেয়ারপার্সন আমেনা আক্তার।

    সবশেষে ভলান্টিয়ার ও ড্রিম স্কুলের শিক্ষকদেও অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম রোধ ও নারী নির্যাতন প্রতিরোধে যুবদের ভূমিকা নিয়ে গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়।