কমলগঞ্জে দিনব্যাপী বইমেলা ও পদক প্রদান

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারি,কমলগঞ্জ প্রতিনিধি:কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ৪র্থ বইমেলা ও পদক বিতরণ-২০১৮ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বইমেলায় বিকাল ৩টায় সিলেটের লোকজ সংস্কৃতি নিয়ে গীতি আলেখ্য: “শ্রী ভূমি দর্শন” পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার জেলা সংসদের শিল্পীরা। বইমেলার উল্লেখযোগ্য আয়োজন ছিলো গুণিজন সংবর্ধনা। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে ‘শমশেরনগর পদক’-এ ভূষিত করা হয়। সাহিত্যে সৈয়দ নিয়াত আলী (মরণোত্তার), শিক্ষাক্ষেত্রে-মহরম আলী (মরণোত্তার), ক্রীড়াক্ষেত্রে-মো. আব্দুল ওয়াহিদ (মরণোত্তর), সংস্কৃতিতে-(নাটক) নগেন্দ্র মোহন দত্ত (মরণোত্তর) ও লোক সাহিত্যিক মাহফুজুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
    শমশেরনগর সাহিত্যাঙ্গন এর সমন্বয়কারী কবি প্রভাষক শাহাজান মানিকের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। আলোচনায় অংশ নেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুওয়ানা ইয়াসমীন সুমী, লোক সাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক, সমাজসেবক আব্দুল হান্নান চিনু প্রমুখ। সবশেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার পরিসমাপ্তি ঘটে।