কমলগঞ্জে জেলার ১ম ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন

    0
    412

    কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে একটি ভ্যাকসিন সেন্টারের। মঙ্গলবার(৯ ফেব্রুযারি) মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ভ্যকসিন সেন্টারের উদ্বোন হয়েছে। এদিন  বিকাল ৪টায় উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে সুমন্ত মেডিক্যাল হল এন্ড ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ।শমসেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক শাহাজাহান মানিক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এন্ড ভ্যাকসিন লি:-এর এলাকা ব্যবস্থাপক মো. ইকরামুল ইসলাম,সমাজকর্মী রাজিউল ইসলাম রাজু প্রমূখ। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া জানান, মৌলভীবাজার জেলার প্রথম ভ্যাকসিন সেন্টার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে উদ্বোধন হলো।

    ভ্যাকসিন সেন্টারের পরিচালক ডা. সুমন্ত দেবনাথ জানান, এখানে হেপাটাইসিস- বি,ইন্ফ্লুয়েঞ্জা, টায়ফয়েড, কুকুরের কামড়ের ভ্যাকসিন র‌্যাবিস, টিটেনাস ও মাসেলাস রুবেলার ভ্যাকসিন পাওয়া যায়। সার্বক্ষনিক এসব ভ্রাকসিন রাখারও  সু-ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন কুকুরের কামড়ের পর অনকে সময় সবস্থানে র‌্যাবিস ভ্যাকসিন পাওয়া যায় না।  এ ভ্যাকসিনের সাথে এসব ফ্লুর ভ্রাকসিন এখানে সব সময় মজুদ থাকবে।