কমলগঞ্জে জমি দখল করে উল্টো পুলিশ সদস্যের মামলা

    0
    141

    কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে এক পুলিশ সদস্য প্রতিবেশীর বাড়ীর সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করে উল্টো কমলগঞ্জ থানায় মামলা করেছেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গুলের হাওর গ্রামের লুৎফুর মিয়া জানান, পুলিশ সদস্য তামিম মিয়া তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার  এবং মালামাল লুটে নেওয়ার অভিযোগ করে কমলগঞ্জ থানায় উল্টো একটি অভিযোগ করেছিলেন। থানা কর্তৃপক্ষ সে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করে নিয়েছে। তিনি আরও বলেন, প্রথমে তাদের করা অভিযোগে উপ-পরিদর্শক আনিছুর রহমান তদন্ত করে জমি দখলের সত্যতা পেয়েছিলেন। উভয়পক্ষকে নিয়ে কমলগঞ্জ থানায় বসার পর পুলিশ সদস্য দখলীয় জমি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন। এখন এই পুলিশ সদস্য তার সীমানা প্রাচীর ভাঙ্গার মিথ্যে অভিযোগ দিলেও থানা কর্তৃপক্ষ সবকিছু জানার পরও কিভাবে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করলেন ? তা তিনি বুঝতে পারছেন না।
    কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, উভয় পক্ষের জমি নিয়ে বিরোধ ছিল। সে সময় পুলিশ সদস্য তামিমও একটি অভিযোগ করেছিলেন। এখন তামিমের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় সে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করা হয়েছে।