কমলগঞ্জে চেয়ারম্যান পদে ২জন সহ ১৫জনের মনোনয়ন

    0
    204

    আমারসিলেট24ডটকম,২৩ফেব্রুয়ারী,শাব্বির এলাহী চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতা, জামায়াত, হেফাজত, সিপিবিসহ ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি ও চা শ্রমিক নেত্রীসহ ৩জন প্রার্থী স্ব-স্ব সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মনোনয়নপত্র দাখিল করেন।

    কমলগঞ্জে আগামী ২৩ মার্চের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোববার উৎসবমূখর পরিবেশে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব শামীম আহমদ চৌধুরী।

    ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, বিএনপি নেতা বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দেক আলী, বিএনপি নেতা মো: আবুল হোসেন, সরোয়ার শোকরানা নান্না, মো: জাহাঙ্গীর মুন্না রানা, উপজেলা সিপিবি সম্পাদক সাইফুর রহমান, আল ইসলাহ নেতা হাফেজ এম, এ, ওহাব, জামায়াত নেতা মো: নিজাম উদ্দিন, চা শ্রমিক নেতা গোপাল নুনিয়া, নাগরিক ফোরামের মাওলানা নুরুল মোত্তাকিম জুনাইদ (হেফাজত)

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী পারভীন আক্তার লিলি, আওয়ামীলীগ নেত্রী শিক্ষিকা বিলকিস বেগম ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু।