কমলগঞ্জে গভীর রাতে শীতার্থদের মাঝে কম্বল বিতরন

    0
    233

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জানুয়ারী,কমলগঞ্জ প্রতিনিধি:কমলগঞ্জ উপজেলা দরিদ্র শীতার্থদের মধ্যে গভীর রাতে কম্বল বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক শনিবার দিবাগত রাতে ভাসমানদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন। রাত সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনে উপস্থিত হয়ে ভাসমান ও হতদরিদ্র ৮০ জন লোকের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, জাইকার ফ্যাসিলিটেটর সাজেদুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ। নির্বাহী কর্মকর্তা স্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে পড়া লোকজনকে ডেকে তুলে নিজ হাতে গায়ে কম্বল পরিয়ে দেন।
    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এখানে পিছিয়ে পড়া জনগোষ্টি চা শ্রমিক ও শব্দকর সম্প্রদায় সহ শীতার্থ লোক রয়েছেন। তাই প্রথম দিনের মতো দু’টি রেল ষ্টেশনে ৮০ জনকে এবং পরবর্তীতে শব্দকর ও চা শ্রমিক জনগোষ্টির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।