কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

    0
    220

    ও বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

    কমলগঞ্জ প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক “কমলকুঁড়ি” পত্রিকার ৯ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান ও বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার (৩১ মে) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। সাংবাদিক শাহীন আহমেদ এর স ালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষিকা রাবেয়া খাতুন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, কবি জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নির্মল এস পলাশ, দি এশিয়ান এইজ প্রতিনিধি মোনায়েম খান, আজকালের খবর প্রতিনিধি আহমেদুজ্জামান আলম প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার প্রতিনিধি আর কে সোমেন, সাংবাদিক সালাউদ্দিন শুভ, হৃদয় ইসলাম, নাঈম আলী, সাদিকুর রহমান সামু, আব্দুল মালিক, সাব উদ্দিন, আব্দুল মালিক, কবি রোহিত কৈরী জীবন।
    অনুষ্ঠানে মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মনুবার্তার পত্রিকার সাবেক সম্পাদক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।