কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মার্চ,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জে “নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালি, মানবন্ধন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর-এর আয়োজনে ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় রোববার (৮ মার্চ ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন র‌্যালী বের হয়।

    র‌্যালী শেষে উপজেলা চৌমুহনা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা নারী উন্নয়ন ফোরাম, এনজিও সংস্থা সীমান্তিক, প্রিপ ট্রাষ্ট, প্রচেষ্টা, গ্রাসরোট্স, জাঙ্গালিয়া মহিলা উন্নয়ন সমিতি, মৈরা পাইবী মহিলা উন্নয়ন সমিতি, উদ্দীপন, ব্র্যাক, সূর্যের হাসি ক্লিনিক, সকল জয়িতাবৃন্দ, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও জয়িতা সুজিতা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দিন, এনজিও কর্মী মর্জিনা বেগম, বাবলী দত্ত, মহিলা ইউপি সদস্যা মেরী রাল্প, প্রমুখ।

    অপরদিকে রোববার বিকাল সাড়ে ৩টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান মাঠে বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের সভানেত্রী গীতা রানী কানুর সভাপতিত্বে এক বিরাট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী।