কমলগঞ্জের পাইওনিয়ার কিন্ডারগার্টেন স্কুলে বই উৎসব

    0
    459

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০১জানুয়ারী,কমলগঞ্জ প্রতিনিধিঃ  ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস ২০১৮উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুরের স্বনামধন্য পাইওনিয়ার কিন্ডারগার্টেন স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়।। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক আমাদের সময়ের কমলগঞ্জ প্রতিনিধি, বিশিষ্ট লেখক,সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাব্বির এলাহী। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এসএমসি সভাপতি ডাঃ সমীজ মিয়া,অধ্যক্ষ মেখ লতিফুর রহমান প্রমূখ।

    উপজেলায় প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এদিকে এদিন বেলা ১টায় কমলগঞ্জস্থ জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর স ালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
    উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় এ বছর প্রাথমিক স্তরে ১ লাখ ৯৭ হাজার ও মাধ্যমিক স্তরে ৩ লাখ ৫০ হাজার বই বিতরণ করা হয়।