কবিগুরুর ১৫৮তম জন্মজয়ন্তী পালন করল “মৌচাক”

    0
    324
    প্রিতম পালঃ কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী পালন করল শ্রীমঙ্গল মৌচাক সাহিত্য পরিষদ।
    বুধবার (৮ মে) বিকেলে প্রগতিশীল সাহিত্যচর্চার সংগঠন মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে শহরের কলেজ রোডের দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কবিগুরুর স্বচরিত কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয়। মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিতম পালের সঞ্চালনায় ও সহ-সভাপতি রজত শুভ্র চক্রবর্তীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, নাগরদোলা থিয়েটারের সভাপতি অনিরুদ্ধ সেনগুপ্ত বাচ্চু, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, প্রভাষক জলি পাল,  সন্ধ্যানী নাট্য গোষ্ঠির সভাপতি দেবব্রত দত্ত হাবুল, কবি ও নাট্যকার জহিরুল মিঠু, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ইপা বড়ুয়া, সাংবাদিক সঞ্জয় কুমার দে, শ্রীমঙ্গল ফুলকুঁড়ি সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুম্মন, বিটিআরআই উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহমেদ প্রমুখ।
    এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিতা শারমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুপম আচার্য্য, মো. ইব্রাহিম, মৌচাকের কার্যনির্বাহী সদস্য অর্পিতা রায়, চৈতালী রায় চৈতী সহ অন্যান্য সাহিত্যানুরাগীরা।