কন্ঠ শিল্পী কনকচাঁপার সাথে একান্ত সাক্ষাৎকার

    0
    375

    সাক্ষাৎকারটি সাংবাদিক আলী হোসেন রাজন গ্রহণ করেছেন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯জানুয়ারীঃ  মৌলভীবাজার  জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ এর  সাংকৃতিক অনুষ্টানের এক ফাকে  পুলিশ লাইন্স্ গুরে দেখছেন উপমহা দেশের প্রক্ষাত কন্ঠ শিল্পী কনকচাঁপা।

    জানা যায় ওই সাংস্কৃতিক অনুষ্টানে তিনি ও সংগীত পরিবেশন করবেন ।

    কিন্ত সুযোগ খোজছে এক সাংবাদিক একান্ত একটি সাক্ষাৎকারের জন্য । হঠাৎ মঞ্চে আগমন কন্ঠ শিল্পী কনকচাঁপার শ্রুতারা শুরু করলো হই হুল্লার । এ দিকে সাংবাদিক অপেক্ষা করছে কখন শেষ হবে তার গান । কিছুক্ষন পর গান শেষে নৈশভুজের আয়োজনে একা একা ঘুরছে কন্ঠ শিল্পী কনকচাঁপা,এ সুযোগ হাত ছাড়া করা যাবেনা আগমন সাংবাদিক, শুরু হয় একান্ত  সাক্ষাৎকার।
    সাংবাদিক : মেডাম আপনার একটা সাক্ষাৎকার নেব।
    কনকচাঁচা : বলেন কি জানতে চান।
    সাংবাদিক:  কোথায় ঘুরতে ভালো লাগে?
    কনকচাঁপা: পৃথিবীর অনেক দেশই ঘুরেছি। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাংলাদেশের উত্তরবঙ্গ, বিশেষ করে বগুড়া ও সিরাজগঞ্জ। সেখানকার মানুষের সারল্য আমাকে মুগ্ধ করে।তবে সিলেটের দিকে মনের মাঝে একটু টান আছে।কারণ সিলেট একটি পর্য়টন নগরী এখানে রয়েছে মাধবকন্ড,পড়িকুন্ড,হামহাম জলপ্রভাত,বাইকাভিল,লাউয়ার ছড়া জাতিয় উদ্যান,মাধবপুর লেইকসহ,চা বাগানের অপূর্ব লিলাভুমি।
    সাংবাদিক:  গানের মিউজিক ভিডিও গুলোর শুটিং বেশির ভাগ কোথায় হয়।
    কনকচাঁপা: অই যে বলাম সিলেটের জন্য মনের মাঝে একটু টান আছে, আমার গান গুলি বেশির ভাগ সিলেটের দিকে শুটিং করার চেষ্টা করি।
    সাংবাদিক:  আপনি কার গান শুনেন এবং আপনার   প্রিয় শিল্পী কে।
    কনকচাঁপা: অনেকেরই গান শুনি। তবে হৈমন্তী শুক্লার গানই বেশি প্রিয়। তাই ওনি আমার প্রিয় শিল্পী।
    সাংবাদিক: ভাল লাগা গীতিকার ।
    কনকচাঁপা: পুরনো গীতিকাদের পাশা পাশি নতুন প্রজম্মের গীতিকারের লেখা গান ভাল লাগে,কিন্তু ফোক গানের গীতিকার বাউল শাহ আব্দুল করিম।
    সাংবাদিক: বাইরের খাবারের প্রতি আগ্রহ কেমন এবং পছন্দের খাবার কি ?
    কনকচাঁপা: বাইরের খাবারের প্রতি খুব একটা আগ্রহ নেই। তবে মাছ খেতে ভালো লাগে।
    সাংবাদিক :  পছন্দের পোশাক।
    কনকচাঁপা: সুতি শাড়ি। আমার কাছে সুতি শাড়ির আবেদনটাই অন্য রকম।
    সাংবাদিক :   প্রিয় লেখক।
    কনকচাঁপা: আমার প্রিয় লেখকেরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আহমদ ছফা, আল মাহমুদ, আখতারুজ্জামান ইলিয়াস ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
    সাংবাদিক :  অবসরে কি করেন
    কনকচাঁপা: ঘুমাতে খুব পছন্দ করি। ছবি আঁকি। লেখালেখি করি। বাগানের পরিচর্যা করি।
    সাংবাদিক : পছন্দের মানুষ।
    কনকচাঁপা: আমার মেয়ে ফারিয়া ও তার বাবা।
    সাংবাদিক : আজকের এই অনুষ্টানে এসে আপনার কেমন লেগেছে?
    কনকচাঁপা : পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও সাংকৃতিক অনুষ্টানে এসে আমার খুব ভাল লেগেছে।
    সাংবাদিক : অপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ