কথিত অডিও বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে চায় সরকারঃফখরুল

    0
    227

    আমারসিলেট24ডটকম,ফেব্রুয়ারীঃ আল-কায়েদার কথিত ভিডিও বার্তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারের মন্ত্রী-এমপিরা যে বক্তব্য দিচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন বিশ্ববাসী প্রত্যাখ্যান করায় তারা এ মিথ্যা বক্তব্য দিচ্ছেন। কথিত অডিও বার্তার কথা বলে তারা যুক্তরাষ্ট্রকে কাছে টানার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সিনেটে বেশ কয়েকটি শুনানিতে বলা হয়েছে ৫ই জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এবং তারা দ্রুত আরেকটি নির্বাচন দাবি করেছে। ভোটারবিহীন নির্বাচন গোটা বিশ্ব প্রত্যাখ্যান করায় আল-কায়েদার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষে টানার ষড়যন্ত্র গোপন থাকছে না। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে।

    কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বিএনপি সরকারের আমলে বাংলাদেশে জাওয়াহিরির কয়েক দফা সফর নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করে মির্জা ফখরুল বলেন, জাওয়াহিরি তিনবার বাংলাদেশ সফর করলেন অথচ বিশ্ব মিডিয়া কিছুই জানলো না। এটা কেউই বিশ্বাস করবেন না।  বিএনপিকে জড়িয়ে সরকারের মন্ত্রী-এমপিদের এধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।