ওয়ার্কার্স পার্টির বিজয় দিবসের আলোচনা সভা

    0
    214

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ  “যেকোন মূল্যেই জামাত-শিবিরের তাণ্ডব থামাতে হবে। দুই দলের বিরোধে জামাতের উত্থান ঘটেছে বলে যারা তত্ত্ব দিচ্ছেন তারা মূল সংকটটিই বুঝতে সক্ষম হচ্ছেন না। বর্তমানে বিএনপি-জামাত রাজনৈতিক আদর্শগত মিত্র এবং বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী তাদের অবস্থান; বিএনপি-জামাতের সাংগঠনিক শক্তির কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে এবং তাদের বিদেশী প্রভুরা ’৭১-এ যারা পরাজিত হয়েছিল তারা বিএনপি-জামাতকে পুনঃসংগঠিত করে এদেশের জনগণের বিরুদ্ধে পুনরায় দাঁড় করিয়ে দিতে চেষ্টা করছে অর্থাৎ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এই অবস্থা কোন ক্রমেই মেনে নেওয়া সম্ভব নয়। স্বাধীনতার ’৪২ বছর পর যুদ্ধাপরাধী মানবতাবিরোধী শক্তি জামাত-শিবিরের উপুর্যপরি আক্রমণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেখেও যারা চোখ বন্ধ করে আছেন তারা ভুল করছেন। বেপরোয়া সন্ত্রাসী শক্তি জামাত-শিবিরকে নিষিদ্ধ করাসহ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় বাস্তবায়নের আন্দোলনে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এবারের বিজয় দিবসে সেই অঙ্গিকারই হবে আমাদের দিক নির্দেশনা।”

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের উদ্যোগে ৩১/এফ, তোপখানা রোডে শহীদ রাসেল মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক উপরোক্ত বক্তব্য রাখেন। ঢাকা মহানগর সম্পাদক কিশোর রায়ের সভাপতিত্বে ঐ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য  নুর আহমদ বকুল, কামরূল আহসান, ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, আলী শিকদার, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু প্রমুখ নেতৃবৃন্দ।