ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে প্রশ্ন ?

    0
    226

    আমারসিলেট24ডটকম,১৪ফেব্রুয়ারীঃ সৌদি নাগরিক ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরে তার ছবি গোপন করার নির্দেশ ছিল মার্কিন সামরিক বাহিনীর। কিন্তু মার্কিন ইতিহাস ঘাটলে দেখা যায়, বিদ্রোহী কিংবা আইন ভঙ্গকারী প্রায় সবার ছবি তারা ফলাও করে প্রচার করে, গোপন করার কোনো প্রশ্নই আসে না তাদের আইনে। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম রোলিংআউট।শুধু  যে মার্কিন অপরাধীই তা নয়, ইরাকের ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেন ও তার মৃত সন্তানদের ছবিও ফলাও করে প্রচার করে মার্কিন প্রশাসন। ফলে কি কারণে লাদেন নিহত হওয়ার পরে তার ছবি গোপন করার সিদ্ধান্ত নেয় তারা, তা নিয়ে উঠে আসে অনেক প্রশ্ন।তবে কি মার্কিন প্রশাসন কোনো বিষয় গোপন করে রেখেছে, যা কোনোক্রমেই সাধারণ মানুষের জানা যাবে না।ওসামা বিন লাদেনকে হত্যার সময় সে অপারেশনের কমান্ডার ভাইস অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকর‌্যাভেন কমান্ডোদের আদেশ দেন লাদেনের সব ছবি ধ্বংস করে ফেলতে অথবা সিআইএর কাছে হস্তান্তর করতে। এ বিষয়ে তিনি খুবই কড়া ছিলেন।তথ্য অধিকার আইনের আওতায় ওসামা বিন লাদেনের গুলিবিদ্ধ সেসব ছবি প্রকাশের দাবি জানিয়েছেন কিছু মার্কিন নাগরিক। কিন্তু প্রশাসন নানা কারণ দেখিয়ে সে দাবি নাকচ করে দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে সম্পূর্ণ বিষয়টা সত্য না বানোয়াট।