ওসমানীনগরে লাঙ্গল সমর্থনে আওয়ামীলীগের কর্মি সমাবেশ

    0
    243

    আমারসিলেট24ডটকম,০১জানুয়ারীঃ সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, দেশের সংবিধান রক্ষা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য একই কাতারে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা  আগামি নির্বাচন শুধু নির্বাচন নয়। নির্বাচন সত্য মিথ্যা আর স্বাধীনতার পক্ষ বিপক্ষের মধ্যে একটি চ্যালেজ্ঞ। এই চ্যালেজ্ঞের মধ্যে এক দিকে রয়েছে রক্তের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের আদর্শে একটি সুখি, সমৃদ্ধশালী আধুনিক দেশ গড়ার প্রত্যয়। অপর দিকে রয়েছে তা ধ্বংস করে মুক্তিযুদ্ধে পরাজিত যুদ্ধপরাধিদের বাচানোর ষড়ন্ত্র। সেই সাথে দেশে নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়নের ধারাকে নস্যাত করতে চাচ্ছে জামায়াত-বিএনপি। তারা জীবন্ত মানুষকে ”৭১ এর মত পুড়িয়ে হত্যাসহ বিভিন্ন দেশ বিরোধী মানবতা বিরোধী কাজ করছে। জাতীয় পার্টি সর্বদলীয় সরকারে এসে প্রমান করেছে তারা আসল দেশ প্রেমিক। তাই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এহিয়া চৌধুরীকে বিজয়ী করার জন্য সিলেট-২ আসনের সকলকে আহবান জানাই।

    তিনি গতকাল (মঙ্গলবার) ওসমানীনগর থানার তাজপুরে আধুনিক সেন্টারে সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরীর সমর্থনে থানা আওয়ামীলীগ আয়োজিত কর্মি সমাবেশে বক্তব্য রাখছিলেন। থানা আ’লীগের সভাপতি কবির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দাল মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রবিন পাল। বক্তব্য রাখেন ওসমানীনগর থানা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, যুগ্ম সাধারন সম্পাদক কাজী হেলাল, জাপানেতা আশিক আহমদ।

    উপস্থিত ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ রুবেল, বিশ্বনাথ উপজেলা জাপার সভাপতি আলা মিয়া,ওসমানীনগর থানা জাপার সভাপতি খালিক হোসেন গজনবী, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজলু চৌধুরী, আওয়ামলীগনেতা তফজ্জুল হোসেন, লাল মাহমদ, আনছার উদ্দিন, পিনাক পানি, নেফা মিয়া, আব্দুল খালিক, সত্যেন্দ্র কুমার, চয়ন পাল, মুক্তার খান, দবির মিয়া, আতাউর রহমান রজব, হোসাইন আহমদ ছইল, ডাঃ আব্দুস ছালিক, হিরন মিয়া, মফচ্ছির আহমদ মনর, ফারুক মিয়া, থানা কৃষকলীগের সভাপতি ইকবাল আহমদ মস্তান, জেলা জাতীয় পাটির সাবেক সহ সভাপতি ছুফি মাহমুদ, ওসমানীনগর থানা জাতীয় পাটির সহ সভাপতি ছিদ্দেক আলী, আবুল কালাম আজাদ, সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগনেতা কিবরিয়া মিয়া, আরিজ আলী, তরুণ চক্রবর্তী, ডাঃ এনামুল হক, খলকু, খালেদ আহমদ, প্রজন্ম লীগের সভাপতি হুমায়ুন রশিদ মাছুম, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, স্বেচ্ছাসেবকলীগনেতা চঞ্চল পাল, সেলিম রেজা, বিজিত দত্ত, আওয়ামলীগনেতা আব্দুর রুপ, বাবর খান, আনু মিয়া, খালিছ মিয়া,  তাহের আহমদ, ছাত্রনেতা সেবুল আহমদ, ফজলু মিয়া, নুর আহমদ, আলতাফুর রহমান মন্জু,  দবির মিয়া, আহমদ আলী, জাপা নেতা আপ্তাব আলী, লুৎফুর রহমান ফয়ছল, মৌলভী আব্দুল হক, তাজিদ বক্স লিমন, আব্দুল হান্নান সরকার, হাফিজ আতাউর রহমান লেবু , আওলাদ আলী, মুহিম আহমদ, তেরাব আলী, নুর মিয়া, সফিক মিয়া, জাহেদ মিয়া, আশলাফ মিংয়া, বাহরাম আলী, নেছাওর আলী, মানিক মিয়া, এলাইছ মিয়া ও ছানা মিয়া,  ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মছব্বির, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিপন আহমদ, অলি আহমদ, সেলিম খান, ওদুদ, সুহিন, ছালেহ আহমদ, হাসানুল করিম দরবেশ, ফয়সল আহমদসহ, আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।