ওমান তাজেদারে মদিনা ফোরামের আলোচনা সভায় বক্তারা

    0
    293

    “কুরআন-সুন্নাহ মোতাবেক যাকাত আদায় করলে অচিরেই দারিদ্র নির্মূল হবে”

    ওমানে ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম এর ব্যবস্থাপনায় ২৪ মে শুক্রবার বাদে আছর ওমানের রাজধানী মাস্কাট আল-খোয়াইর জোয়াবী মসজিদ সংলগ্ন একটি হলে পবিত্র মাহে রমজান মোবারক ও ঐতিহাসিক বদর দিবস উদযাপন এবং যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম (ওমান) এর প্রধান সমন্বয়ক নাছের আহম্মদ লিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব এম সাইফুল ইসলাম আদরের স ালনায় প্রধান অতিথি ছিলেন ফোরামের সম্মানিত উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ গোলাম মোস্তাফা দৌলত। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আয়ুব আলী।

    উদ্বোধনী বক্তব্য রাখেন ফোরামের সম্মানিত সিনিয়র সদস্য মুহাম্মদ ইমরান হোসাইন। পবিত্র কোরআন তেলোয়াত করেন শিশু সদস্য মুহাম্মদ রিদুয়ানুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সহকারী সচিব মুহাম্মদ সাকিল সিকদার, সিনিয়র সদস্য এম জি এম সুমন, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ মনজুর আলম, বাদশা মুহাম্মদ, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ আজিজ, মুহাম্মদ হাসান, মুহাম্মদ তারেক, মুহাম্মদ বদরুদ্দোজা, মুহাম্মদ আমজাত হোসেন, আলম, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ জামাল, মুহাম্মদ সোলাইমান।

    শেষে ফোরামের সম্মানিত উপদেষ্টা আয়ুব আলীর আয়োজনে বিশাল ইফতার মাহফিল মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। বক্তারা বলেন, যাকাত হলো অন্যতম মৌলিক ইবাদত যা সম্পদকে পরিশুদ্ধ করে। যাকাত দিতে সক্ষমরা সঠিকভাবে যাকাত আদায় করলে মুসলমানরা গরীব থাকতে পারে না। মুসলমানদের উচিত ইসলামী বিধান অনুযায়ী হিসাব মতো যাকাত দেয়া। ধনীদের কাছ থেকে যাকাত তুলে গরীবদের মধ্যে সুষ্ঠুভাবে যাকাত বণ্টন করতে পারলে কোন মুসলমান সমাজে কোন দরিদ্র থাকবে না।

    বক্তারা আরো বলেন, রোজা আত্মার ইবাদত, রোজার মাধ্যমে খোদাভীতি অর্জন করতে পারলেই আমাদের রোজা সার্থক হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বিকাল ৪টায় ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার জন্য সকল নেতৃবৃন্দ ও সদস্যের প্রতি অনুরোধ জানান ফোরামের প্রধান সমন্বয়ক নাছের আহমেদ লিপু এবং সদস্য সচিব এম সাইফুল ইসলাম আদর।