ঐক্যবদ্ধ হয়ে স্কুলগুলোকে রক্ষা করুনঃশিক্ষামন্ত্রী

    0
    228

    আমারসিলেট24ডটকম,০৪জানুয়ারীঃ  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান তো কোনোভাবেই দায়ী নয় ।তিনি বলেন,যার যার এলাকায় সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্কুলগুলোকে রক্ষা করুন। আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এলাকাবাসী সবাইকে মিলে দ্রুত ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। আজ শনিবার মিন্টো রোডের বাড়িতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
    নুরুল ইসলাম নাহিদ বলেন, বিরোধী দল আন্দোলনের নামে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে শিক্ষার্থী, অভিভাবক, দেশবাসী এমনকি পশুও নিরাপদ নয়। নির্বাচন ঠেকানোর নামে বিরোধী দল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
    উল্লেখ্য,অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ধরে নেওয়া হয় নির্বাচনের সময় বিশৃঙ্খলা হতে পারে, এখন তারা আগে করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে সরকার ব্যবস্থা নেবে বলে ও তিনি সতর্ক করেন।