এ সরকার আসার পরপরই ব্যবসা বানিজ্যের প্রসার ঘটেছেঃনৌ মন্ত্রী

    0
    208

    আমারসিলেট24ডটকম,২৫অক্টোবর,এম,ওসমান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী তারই ধারাবাহিকতায় দেশের সব ক’টি স্থল বন্দরে উন্নয়নের জোয়ার বইছে। বর্তমানে দেশের সব ক’টি বন্দরে শ্রমিক অসন্তোস বন্ধ হয়েছে। অতীতের সরকারগুলো বন্দর উন্ন্য়নে তেমন একটা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বর্তমান শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা বনিজ্যের প্রসার ঘটেছে । তিনি শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বন্দর পরিদর্শন শেষে পর্যটন মোটেলে কাস্টমস, বন্দর, পুলিশ ও বিজিবিরসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    মন্ত্রী এর আগে বেনাপোল পৌর সভার স্থাস্ব্য সেবার শুভ উদ্বোধন ও ভারতের সাথে বাংলাদেশের সংযোগ সড়কের শুভ উদ্বোধন করেন।

    উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ময়েজ উদ্দিন, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মাহবুবুর রহমান খলিলী, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, বিজিবি উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ- সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, আমদানি-রফতানি কারক সমিতির যুগ্ন সম্পাদক মহসিন মিলন ও নাসির উদ্দিন ।