আজকের শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্ব দেবেঃসাখাওয়াত

    0
    212

    “ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করছেন এডিশনাল ডিআইজি অব পুলিশ সাখাওয়াত হোসেইন “

    আমারসিলেট24ডটকম,০১মার্চঃ লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। বর্তমান প্রজন্সের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। গত ২৭ ফেব্ররুয়ারী ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষাসফর, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে সিলেটের এডিশনাল ডিআইজি অব পুলিশ সাখাওয়াত হোসেইন এ কথা বলেন। বিমান বন্দর রোডস্থ এডবেঞ্চার ওয়ার্ল্ডে ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদেও তথ্য-প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এম এ শহীদের সাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন চৌধুরী, ডাইরেক্টর সদস্য আলহাজ্ব জিল্লুর রহমান ও আবুল কালাম, ভাইস প্রিন্সিপাল এম এ জলিল, সিনিয়র শিক্ষক এম.এ.মোসাওয়ির, আব্দুল ওয়াদুদ চৌধুরী, বিশ্বজিৎ সরকার প্রমূখ। দিনব্যাপি অনুষ্ঠানে প্রথম পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন রাইডে আরোহন ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সৌরভ সোহেল ফকির, কাকলী দে ও শাহ আব্দুল লতিফ প্রমূখ।