এ অর্থবছরে প্রবাসী আয় হাজার কোটি ডলার

    0
    425

    আমারসিলেট24ডটকম,০২এপ্রিলঃ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০১৩-১৪ অর্থবছরের ৯ মাসে প্রবাসীরা মোট ১ হাজার ৪৭ কোটি ৯৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।সূত্র জানিয়েছে, গত মার্চ মাসে প্রবাসী আয় (রেমিটেন্স) কিছুটা বেড়েছে। এ মাসে প্রবাসীরা মোট ১২৭ কোটি ৩৩ লাখ ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন।

    জানা গেছে, এর আগে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ১১৭ কোটি ৩১ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠান। যা জানুয়ারি মাসের চেয়ে প্রায় ৯ কোটি ডলার কম।বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, মার্চ মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ৩৩ কোটি ৯৯ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে।

    জানা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই মাসে ১২৩ কোটি ডলার, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১০০ কোটি ডলার,  অক্টোবর মাসে ১২৩ কোটি ডলার, নভেম্বর মাসে ১০০ কোটি ডলার, ডিসেম্বর মাসে ১২১ কোটি ডলার এবং জানুয়ারি মাসে ১২৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।আর মার্চ মাসে পাঠানো আয় নিয়ে মোট আয় দাঁড়ালো ১ হাজার ৪৭ কোটি ৯৪ লাখ ডলার।