এর নাম হচ্ছে উপজ্বালা নির্বাচনঃগয়েশ্বের চন্দ্র রায়

    0
    186

    আমারসিলেট24ডটকম,১৪ফেব্রুয়ারীঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বের চন্দ্র রায় বলেছেন, “বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলেই সরকার বেসামাল হয়ে গেছে।গত ৫ জানুয়ারির নির্বাচনের মতো এ নির্বাচনেও ৯৯ ভাগ উপজেলা নিজেদের দখলে নেয়ার পাঁয়তারা করছে।এজন্যই নির্বাচনের আগে পতাকাবাহী গাড়ি নিয়ে চলাচল করে সরকার দলের নেতারা আচরণবিধি লঙ্ঘল করে চলেছেন।” শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আযোজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিম। বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমূখ। ব্যক্তিগত মতামত দিয়ে গয়েশ্বর বলেন, বিএনপির এই উপজেলা নির্বাচনে অংশ নেয়া উচিত হয়নি। এটি নির্বাচন নয়, এর নাম হচ্ছে উপজ্বালা নির্বাচন।

    বিএনপি উপজেলা নির্বাচনে প্রার্থীদের সমর্থন না দিলে আওয়ামী লীগে আরো বিদ্রোহী প্রার্থী থাকতো।গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জনকে যৌক্তিক দাবি করে তিনি বলেন, “উপজেলা নির্বাচনে প্রমাণ হবে বিএনপির তথাকথিত দশম জাতীয় নির্বাচনে অংশ না নেয়া সঠিক ছিল। উপজেলা নির্বাচনে অংশ নেয়ার অর্থ হলো আওয়ামী লীগের মুখোশ খুলে দেয়া।” সরকারকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, এ সরকার প্রায় মৃত। প্রতিবেশী একটি রাষ্ট্রের লাইফ সাপোর্টে তারা বেঁচে আছে।