এম সি ইনস্টিটিউট ফ্রান্স,র উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

    0
    236

    আবু তাহির , ফ্রান্সঃ  বুধবার থেকে প্রথম ক্লাস চালু প্যারিসের উপকণ্ঠ বাংলাদেশী অধ্যুষিত সার্সেল এলাকায় শিশু কিশোরদের ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট এর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার অনুষ্ঠিত এ সুধী সমাবেশে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ।

    এমসি ইনস্টিটিউট এর ডিরেক্টর সাংবাদিক আব্দুল আজিজ সেলিমের পরিচালনায় এমসি ইনস্টিটিউট এর কোষাধক্ষ লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এম. সি. ইন্সটিটিউট এর প্রিন্সিপাল অধ্যাপক বদরুল ইসলাম বিন হারুন।

    এসময় আলোচনায় অংশ গ্রহণ করেন ওভারবিলা বাংলাদেশী মসজিদের সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাসির, ইপিবিএ কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল ইসলাম,কমিউনিটি নেতা আইয়ুব আলী , ইউরো ভিশন নিউজ সম্পাদক এম এ মান্নান আজাদ, এফ ডি এইচ আর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন,ফ্রান্স আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আলী হুসেন, আলী আশরাফ মাসুম , জাকারিয়া আহমদ , ফয়ছল আহমদ , সৈয়দা সামিয়া মাহমুদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অধ্যাপক বদরুল ইসলাম বিন হারুন ঘোষণা করেন আগামী বুধবার থেকে সার্সেল এলাকার লে সুলেট ট্রাম স্টপ এর পাশে অবস্থিত ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের প্রথম ক্লাস চালু হচ্ছে।

    সন্তানদের নৈতিক শিক্ষা দেয়া ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সার্সেল এলাকার সকল বাংলাদেশী অভিভাবকরা এ প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য সুধী সমাবেশ থেকে আহবান জানান বক্তারা।

    প্রতিষ্ঠানের সফলতা কামনা করে সমাবেশের সমাপ্তিতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সুফাইর আহমদ।