এবার করোনা শনাক্ত হলো মৌলভীবাজারের এক ডাক্তার

    0
    240

    মৌলভীবাজার  প্রতিনিধিঃ  মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের এক চিকিৎসকের করোনা ভাইরাস কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। তিনি আজও দায়িত্ব পালনে হাসপাতালে এসেছিলেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। এর আগে তার বাসার কাজের মহিলার স্বামী শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি জেলার রাজনগরে। পরে ওই চিকিৎসক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

    আজ  রোববার ৩ মে সকালে মুঠোফোনে জানানো হয় চিকিৎসক করোনায় আক্রান্ত। পরে তিনি হাসপাতাল থেকে নিজ বাসায় আইসোলেশনে চলে যান।

    বিষয়টি নিশ্চিত করেন জানান মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়ছল জামান। এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেয়া হচ্ছে।

    এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

    উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে এই জেলায় মোট ৩ জন মারা গেছে। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায়  ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও ৭ জন।