এতো প্রকল্প বাস্তবায়ন তবু কেন জলাবদ্ধতা সিলেট নগরীতে ?

    0
    328

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৫জুন,হাবিবুর রহমান খান,স্টাফ রিপোর্টারঃ রাত থেকে টানা বৃষ্টিতে সিলেট নগরীর ব্যস্ততম সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তায় হাঁটু পানি জমে আটকা পড়েছে যানবাহন, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বিপণিবিতানগুলোতে ঢুকে পড়েছে রাস্তার পানি। পানি ঢুকে পড়েছে নগরীর বিভিন্ন বাসা-বাড়িতে। প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।

    বুধবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।
    অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, মনিপুরী রাজবাড়ি, দরগাহ গেইটসহ অধিকাংশ এলাকায়। বারুতখানা এলাকার কয়েকটি দোকান এবং জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, জালালাবাদ হাউজ, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরে ঢুকে পড়েছে পানি।

    হাঁটু পানি জমে থাকায় রাস্তায় চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন। ধীর গতির কারণে অনেক সড়কে দেখা দিয়েছে যানজট। বিপণিবিতানে পানি ঢুকে যাওয়ায় সেখানে প্রবেশ করতে পারছেন না ক্রেতারা। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ পসরা সাজানো ব্যবসায়ীরা। ক্রেতারাও হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পণ্য কিনতে না পেরে।