এটা কোন ধরনের নিমক হারামি করলেন ইনকিলাব সম্পাদক?

    2
    378

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩সেপ্টেম্বর:“এটা কোন ধরনের নিমক হারামি করলেন ইনকিলাব সম্পাদক বাহা উদ্দীন” এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া একটি স্ট্যাটাস যার ভিতরে লুকিয়ে আছে স্বতন্ত্র ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়  গঠনের  আন্দোলন নিয়ে একটি  ঝাপসা ইতিহাসের  চিত্র ও ক্ষোভ। নিম্নে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলঃ-

    এটা কোন ধরনের নিমক হারামি করলেন ইনকিলাব সম্পাদক বাহা উদ্দীন

    আলহামদুলিল্লাহ ? আলোর মুখ দেখছে,শত বছরের আন্দোলনের ফসল স্বতন্ত্র ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ।অভিনন্দন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে,এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম ও আন্দোলন-সংগ্রাম করে গেছেন, তাদের মধ্যে অন্যতন ইনকিলাবের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মাওলানা এম এ মান্নান (রহ.) সহ অনেক উলামায়ে কিরাম, কারো আন্দোলন-সংগ্রাম কোন কাজে লাগে নাই,(তবে অস্বীকার করার মত নয় তাদের পরিশ্রমের কথা)অবশেষে ২০০৬ সালে সকল আন্দোলনের সেরা আন্দোলন করেন, মুজাদ্দিদে জামান, মুজাহিদে মিল্লাত, শামসুল উলামা, আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) আন্দোলন করেই বসে থাকেন নাই, জীবনের ঝুঁকি নিয়ে করেছেন ঐতিহাসিক লংমার্চ,(যা বাঙ্গালী জাঁতির ইতিহাসে বিশাল এক মাইল ফলক)মুলত এই লংমার্চ আর সে দিন বায়তুল মুকাররম উত্তর গেইটের সমাবেশে আল্লামা ফুলতলী (রহ.)’র অগ্নি ঝরা সেই বক্তব্য ই ছিল আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার ।
    রিসালাতের জয় ধ্বনিতে মুখরিত হয়েছিল রাজধানী ঢাকা সহ সারা দেশ “বসন্তের কোকিলের মত আপনিও সে- দিন কথা দুটি বলেছিলেন, মিস্টার বাহা উদ্দীন, আপনার মনে আছে কি না জানিনা তবে এই যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছিল, আপনার ওই ক্লিন সেভ করা (সেই সময়ের) চেহারা দেখার জন্য একজন মানুষ ও কিন্তু যায় নাই, গিয়েছিল যে আজ আল্লামা ফুলতলী (রহ) কি বলেন আর কি ঘোষনা দেন সেটা সুনার জন্য, আল্লামা ফুলতলী (রহ) সে- দিন কি বলেছিলেন ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লিকে আছে, এবং যতো দিন এই আরবি বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঁট, বালু, পাথরের গায়ে অমর হয় লিখা থাকবে আল্লামা ফুলতলী (রহ.)’র নাম ।
    দুঃখের বিষয় আজ যখন আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত,তখন আপনার পত্রিকায় বিরাট লম্বা (আপনার বাবা এবং আপনার গুন কীর্তন গেয়ে) কলাম,একটি বারের জন্যেও আপনি অথবা আপনার চামচারা আল্লামা ফুলতলী (রহ.) নামটুকু উল্লেখ করেন নাই, জনাব বাহা উদ্দীন, সাংবাদিকরা নাকি জাঁতির বিবেক ?যদি তাই হয়ে থাকে তাহলে আপনার বিবেক আজ কোন ষ্টীলের আলমারিতে ???
    আপনাদের ভাষায় ইতিহাস বিকর্তৃত কারিয়া নাকি জ্ঞায়ী নয়,জ্ঞান পাপী ?
    আপনাকে কি ইতিহাস ক্ষমা করবে জনাব বাহা উদ্দীন,স্বীকার করছি আপনিও অনেক কষ্ট করেছেন, তাই বলে এত বড় নিমক হারামি কেন ???সুত্র-Ali Md Yousuf with আহমদ আলী