এক বছর কারাভোগের পর ৩ বাংলাদেশী ছাত্রকে হস্তান্তর

    0
    227

    আমারসিলেট24ডটকম,৩০অক্টোবর,এম,ওসমানঅবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশী ছাত্রকে মুক্তি দিয়েছে ভারত। বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ওই তিন ছাত্র দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের হস্তান্তর করে ।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    মুক্তি পাওয়া ছাত্ররা হলেন- গোপালগঞ্জ জেলার নিজরা গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে হাফিজ অলিউল্লাহ (১৫), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ডুবাইল গ্রামের মোবারক হোসেনের দুই ছেলে নাঈম (২১) ও নোমান (২৩)।

    মনির হোসেন জানান, এক বছর আগে লেখাপড়া করতে অবৈধপথে কলকাতায় পাড়ি জমান ওই তিন ছাত্র। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত প্রত্যেককে এক বছর করে জেল দিয়ে কলকাতা কেন্দ্রীয় কারাগারে পাঠায়। নির্ধারিত সাজাভোগের পর বুধবার তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করল ভারত। ওসি আরও জানান, তিন ছাত্র নিজ নিজ ব্যবস্থাপনায় বাড়িতে ফিরে গেছেন।