এক ফাঁসিতে মৃত্যু হয়নি, আবার ফাঁসির প্রস্তুতি

    0
    258

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝোলানোর পরও মৃত্যু থেকে বেঁচে যাওয়ায়  মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে রেহাই দেওয়ার অনুরোধ জানিয়েছে। ইরানের আদালত  আলিরেজা এম নামের এই ব্যক্তিকে মাদক পাচারের দায়ে ফাঁসির দণ্ড দেওয়া হয়।
    গত সপ্তাহে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের বজনর্দ শহরের একটি জেলে ফাঁসি কার্যকর করার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পর তার মৃত দেহ মর্গে রাখা হয়। পরদিন আলিরেজার স্বজনরা লাশ গ্রহণ করতে গিয়ে দেখেন তার শ্বাস-প্রশ্বাস চলছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ইরানের সরকারি গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের এক সদস্য জানান, তাকে জীবিত পেয়ে তার দুই মেয়ে অত্যন্ত খুশী।” চিকিৎসাধীন আলিরেজাকে সশস্ত্র রক্ষীরা ঘিরে রেখেছে।
    তার চিকিৎসা হচ্ছে ফাঁসি কার্যকর করার জন্য। ইরানের সরকারি কর্মকর্তা বলেন, রায়ে বলা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সুস্থ হওয়ার পর তা কার্যকর করা হবে। বিবিসি।