এসআই জাহাঙ্গীর আলমকে বাঁচাতে এগিয়ে আসা ঝর্ণা বেগমকে পুলিশের সংবর্ধনা

    0
    411

    এসআই জাহাঙ্গীর আলমকে বাঁচাতে এগিয়ে আসা ঝর্ণা বেগমকে পুলিশের সংবর্ধনা
    এসআই জাহাঙ্গীর আলমকে বাঁচাতে এগিয়ে আসা ঝর্ণা বেগমকে পুলিশের সংবর্ধনা

    রাজশাহীতে শিবিরের হামলার মধ্যে এক উপ পরিদর্শককে বাঁচাতে এগিয়ে আসা ঝর্ণা বেগমকে পুলিশের সংবর্ধনা।

    পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বুধবার পুলিশ সদর দপ্তরে ঝর্ণার হতে একটি সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকেও ঝর্ণাকে সংবর্ধনা দেয়া হয়।

    মহাপরিদর্শক হাসান মাহমুদ বলেন, কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আঘাত হলে তা রাষ্ট্রের ভিত্তিতে আঘাত করার শামিল। ঝর্ণা বেগমের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।

    গত ১ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় বোয়ালিয়া থানার এসআই জাহাঙ্গীর আলমকে ধরে রাস্তায় ফেলে ইট ও হেলমেট দিয়ে পেটায় শিবির কর্মীরা। হামলায় মাথায় গুরুতর আঘাত পান জাহাঙ্গীর।

    সে সময় যারা রাস্তায় পড়ে থাকা জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, ঝর্ণা বেগম তাদেরই একজন।

    পুলিশ মহাপরিদর্শক বলেন, কর্তব্যরত পুলিশকে প্রহারের ঘটনা যেমন সবাইকে নাড়িয়ে দিয়েছে, তেমনি ঝর্ণা বেগম আহত পুলিশকে উদ্ধারে সাহসের সঙ্গে যেভাবে এগিয়ে এসেছেন তা জাতিকে আরো বেশি নাড়া দিয়ে গেছে।

    জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা আমাদের নাগরিক দায়িত্ব।

    অনুষ্ঠানে ঝর্ণা বেগম বলেন, মানবতা নিয়ে অন্যের বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার বিবেককে জাগ্রত করতে হবে। নারী-পুরুষ সবাইকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।