একুশে পদকে ভুষিত সিলেটের প্রবীন লোকসংগীত শিল্পী সুষমা

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩ফেব্রুয়ারীঃ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক একুশে পদকে ভুষিত হলেন প্রবীনতম লোকসংগীত শিল্পী সুষমা দাস।তিনি বাংলা সংগীতের আরেক কিংবদন্তী- পন্ডিত রামকানাই দাসের বড়বোন।

    সুষমা দাসের একুশে পদক প্রাপ্তির খবর শুনে তার করেরপাড়াস্থ বাসায় সর্বপ্রথম শুভেচ্ছা জানাতে ছুটে যান সিলেট মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিসিক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস এবং বিশিষ্ট সমাজসেবক ও করেরপাড়াস্থ লোকনাথ ব্রম্মচারী আশ্রমের সভাপতি রিপন এষ চৌধুরী সহ এলাকার তরুন ও যুবারা।

    এসময় জগদীশ চন্দ্র দাস সুষমা দাসকে পবিত্র রামাবলী উপহার দেন।সুষমা দাসের একুশে পদক প্রাপ্তির খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে।

    উল্লেখ্য ৯০ বছর বয়সী সুষমা দাস রাধারমন,দুরবীন শাহ,শাহ আব্দুল করিমসহ লোকসংগীত ধারার গান করে থাকেন এবং তিনি বাংলাদেশের সবচেয়ে প্রবীনতম সংগীত শিল্পী হিসেবে সুপরিচিত।