একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বেঃরাষ্ট্রপতি

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০ফেব্রুয়ারী,নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আলহাজ্জ মোঃ আবদুল হামিদ বলেছেন, অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। বাঙালির বাংলা ভাষার শহিদ দিবস এখন বিশ্বজুড়ে নিজস্ব ভাষা ও স্বকীয়তা রক্ষার চেতনার অবিরাম উৎস।

    রাষ্ট্রপতি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে উঠুক। মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে এ কথা বলেন।
    রাষ্ট্রপতি আরও বলেন, অমর একুশে ফেব্রুয়ারি, মহান “শহীদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাভাষীসহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।