একবার যেতে দে’না আমার ছোট্ট সোনার গায় এর মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা

0
237
একবার যেতে দে’না আমার ছোট্ট সোনার গায় এর মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা
একবার যেতে দে’না আমার ছোট্ট সোনার গায় এর মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা

আমার সিলেট ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক, প্রয়োজক গাজী মাজহারুল  আনোয়ার আর আমাদের মাঝে নেই। গতকাল রবিবার প্রায় সকাল সাড়ে ৬টায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কালজয়ী গীতিকবি। কালের সাক্ষী তাঁর অমর সংগীত ‘জয় বাংলা জয়’ ‘এক তারা তুই দেশের কথা বল’ ‘একবার যেতে দে’না আমার ছোট্ট সোনার গায়’ ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ ‘শুধু গান গেয়ে পরিচয়’।

আজ সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে জনতার ঢল নামে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সকাল সাড়ে ১১টায় তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এসময় কেন্দ্রীয়  ও মহানগর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড মোতাসিম বিল্লাহ সানি, কমরেড কাজী মাহমুদুল হক সেনা, মহানগর কমিটির পক্ষ থেকে কমরেড মোঃ তৌহিদুর রহমান, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড শিউলী সিকদার,কমরেড আব্দুল আহাদ মিনার, কমরেড মামুন মোল্লা, যুবনেতা কায়সার আলম প্রমুখ।