“একটিভ সিটিজেনস্ ইয়থ্ লিডারশীপ” প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

    0
    228

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ  একটি আন্তর্জাতিক প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল পরিচালিত, সাপ্তাহিক সুনামকণ্ঠ পত্রিকার আয়োজনে এবং ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সার্বিক তত্বাবধানে “একটিভ সিটিজেনস্ ইয়থ্ লিডারশীপ”নামে এক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। কেবলমাত্র স্বেচ্ছায় আর্তমানবতার সেবায় আগ্রহী প্রার্থীগণ ৩১ ডিসেম্বর ২০১৩ ইং তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্নাঙ্গ বায়োডাটা নিন্ম ঠিকানায় এনট্রি ফিসহ পাঠাতে হবে।

    শর্ত ও সুবিধা:

    ১.প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ৫০০/- এন্ট্রি ফি জমা দিতে হবে।

    ২.প্রশিক্ষণে ১৫ জন ছেলে ও ১৫ জন মেয়ে অংশগ্রহণের সুযোগ পাবে। (পরিবর্তনযোগ্য)

    ৩.প্রশিক্ষণের মেয়াদ হবে ৪ দিন

    ৪. বৃটিশ কাউন্সিল কর্র্তক সনদ প্রদান করা হবে

    ৫.সমাজের জন্য যারা স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী কেবল তারাই সুযোগ পাবে

    ৬.ছয় মাসের দু’টি প্রকল্প পরিচালনা করতে সক্ষম হতে হবে

    ৭.প্রকল্প ব্যবস্থাপনা/পরিচালনা পদ্ধতি সম্পর্কে ধারনা প্রদান করা হবে

    ৮.জাতীয় ও আন্তর্জাতিক কাজের সুযোগ থাকবে।

    ৯.প্রশিক্ষণে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

    ১০.বয়স ১৮-৩০ বছর হতে হবে।

    ১১.শিক্ষাগত যোগ্যতা :এসএসসি বা সমমান।

    প্রয়োজনীয় যোগাযোগ ও বায়োডাটা পাঠানোর ঠিকানা :-

    বিজন সেন রায়,সম্পাদক,সাপ্তাহিক সুনামকণ্ঠ,পৌর বিপণি বিতান,সুনামগঞ্জ।মোবাইল:০১৭২৮-৩৭ ৫৯ ৯৬