একজন মা সন্তানের আদর্শের প্রতিকঃইউএনও আত্রাই উপজেলা

    0
    247

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৮এপ্রিল,নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের বই পড়ানোতে অভ্যস্ত করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে আজকের ছাত্র ছাত্রীদের সচেতন করে তুলতে হবে। আর এর জন্য শুধু শিক্ষকরাই নয় অভিভাবকেরও ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, একজন মা সন্তানের আদর্শের প্রতিক। তাই সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

    তিনি গতকাল সোমবার উপজেলার নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসরা তারিকুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এএফএম মনসুর রহমান, সমাজসেবক আজিজুর রহমান পলাশ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, খলিলুর রহমান, মা আলেয়া বেগম, শিক্ষার্থী সামি আক্তার জুঁই, রবিউল ইসলাম প্রমুখ।