এই প্রথম মৌলভীবাজারে শুরু হচ্ছে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট উৎসব

0
237

আলী হোসেন রাজন,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে “মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট”।
আগামী ১২ ফেব্রুয়ারি-২০২৩ ইং রোববার থেকে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গড়াবে আসরটি। মেয়র কাপ টি-টোয়েন্টি এ আসরের আয়োজনে রয়েছে মৌলভীবাজার পৌরসভা। তাই টুর্নামেন্টকে সামনে রেখে এখন মাঠ গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছে আয়োজক কমিটি।
মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এ আসরে অংশ নিচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল। দলগুলো হলো- বয়েজ ক্লাব মিঠুপুর,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার, এ.বি.সি স্পোর্টস একাডেমি হাজীপুর, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি, মৌলভীবাজার স্টার্স, অরবিট ঢাকা,সোনালী কিডস ঢাকা, ক্রিকেট একাডেমি ব্রাক্ষণবাড়িয়া, ষ্টাইলিস্ট স্টার মৌলভীবাজার, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি, শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ, হবিগঞ্জ ওয়ারিয়র্স,উদীয়মান ক্রিকেট একাডেমি চট্রগ্রাম, ফেন্টম সুনামগঞ্জ, এরাইভেলস্ স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারী-২০২৩) সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ঘুরে দেখা গেছে, শেষ প্রস্তুতির ঘাম ঝরাচ্ছেন আয়োজক কমিটির সংশ্লিষ্টরা। রোববার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল মেয়র কাপ টুর্নামেন্টের পর্দা উন্মোচন করবেন।
প্রস্তুতি সম্পর্কে মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলার সালেহ আহমেদ পাপ্পু বলেন, “মৌলভীবাজার জেলায় এত জমকালো টুর্নামেন্টের আয়োজন এর আগে চোখে পড়েনি। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, জমজমাট এই টুর্নামেন্টে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা খেলতে আসবেন। আশা করছি, মানুষ আনন্দ পাবে, সবগুলো ম্যাচেই বিপুল দর্শক মাঠে থাকবে।”
পৌরসভার মেয়র জানান, “যুব সমাজকে মাঠে ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তিনি বলেন, করোনায় জেলার ক্রিকেটে স্থবিরতা চলছে। আশা করি এই স্থবিরতা কেটে জেলার ক্রিকেটাঙ্গন আবারো চাঙ্গা হয়ে উঠবে, সকলের সহযোগিতায় এ টুর্নামেন্ট সফল হবে।”

টি-টোয়েন্টি ম্যাচ সূচি:

১২ ফেব্রুয়ারি : বয়েজ ক্লাব মিঠুপুর বনাম ক্রিকেট একাডেমি ব্রাক্ষণবাড়িয়া ।
১৩ ফেব্রুয়ারি : বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার বনাম গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি।
১৪ ফেব্রুয়ারি : এ.বি.সি স্পোর্টস একাডেমি হাজীপুর বনাম ষ্টাইলিস্ট স্টার মৌলভীবাজার।
১৬ ফেব্রুয়ারি : সিলেট সুরমা ক্রিকেট একাডেমি বনাম শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ।
১৭ ফেব্রুয়ারি : কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি বনাম হবিগঞ্জ ওয়ারিয়র্র্স।
১৮ ফেব্রুয়ারি : মৌলভীবাজার স্টার্স, বনাম উদীয়মান ক্রিকেট একাডেমি চট্রগ্রাম।
২০ ফেব্রুয়ারি : অরবিট ঢাকা বনাম ফেন্টম সুনামগঞ্জ।
২১ ফেব্রুয়ারি : সোনালী কিডস ঢাকা বনাম এরাইভেলস্ স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।
২২,২৩,২৫ ও ২৬ ফেব্রুয়ারি : কোয়ার্টার ফাইনাল।
২৮ ফেব্রুয়ারি-১মার্চ : সেমিফাইনাল।