উৎসবের মাধ্যমে পুনরুদ্ধারের চেষ্টায় “পিঠা উৎসব”

    0
    195

    আমারসিলেট24ডটকম,জানুয়ারীঃ বাঙালি সংস্কৃতির  শতবৎসরের ঐতিহ্যবাহী পিঠাকে উৎসবের মাধ্যমে পুনরুদ্ধারে  চেষ্টায় শ্রীমঙ্গল উপজেলায় বুধবার অনুষ্ঠিত হলো “পিঠা উৎসব ২০১৫”। আয়োজিত পিঠা উৎসবে ১৭টি স্টল অংশগ্রহণ করে। শ্রীমঙ্গললের জাগৃতি শিল্পীগোষ্ঠী আয়োজিত পিঠা উৎসব  সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত  উপজেলা মিলনায়তনে  শতাধিক জাতের পিঠা্র সমাহার দেখা যায়।

    সকালে  পিঠা উৎসব  উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাগৃতি শিল্পীগোষ্ঠীর সভাপতি মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণের সভাপতিত্বে ও  দেবাশিস চৌধুরী রাজার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: নাসির, উপজেলা নির্বাহী অফিসার শহিদ মোহাম্মদ ছায়দুল হক,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনিরসহ স্থানিয় নেতৃবৃন্দ।

    অনুষ্ঠান শেষে এক  সংস্কৃতিক অনুষ্ঠানের  মাধ্যমে সিলেটের ঐতিহ্যবাহি  স্থানিয় ধামাইল নৃত্য পরিবেশন করা হয়।