উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেইঃমৌলভীবাজারের জুড়ীতে পরিবেশ মন্ত্রী 

0
175

এম এম সামছুল ইসলাম,জুড়ী,মৌলভীবাজারঃ উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ভালো ভাবে লেখাপড়া করতে হবে। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার। শিক্ষা ব্যতিত স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা, স্মার্ট শিক্ষক, স্মার্ট অভিভাবক ও স্মার্ট শিক্ষার্থী প্রয়োজন। শিক্ষা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়।
শনিবার (৪ মার্চ) মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শিক্ষিত জনগোষ্ঠীর সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গঠনের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা ব্যয়ে শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে, আরো ভবন নির্মাণ হবে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। ইসলাম ধর্মে শিক্ষাকে ফরজ করা হয়েছে। অন্যান্য ধর্মগুলোতে শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে। তাই কোমলমতি শিক্ষার্থীরা ভালো ভাবে লেখাপড়া করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও নজর রাখতে হবে। ভালো ভাবে লেখাপড়া করে শিক্ষিত জাতি গঠন হলে সরকারের শিক্ষা খাতে কোটি কোটি ব্যয় সার্থক হবে। 
জুড়ী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও  সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।