ঈদ মৌসুমে শ্রীমঙ্গলে দিনে দুপুরে ৭ দোকানে দুর্ধর্ষ চুরি

    0
    255

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুন,এস কে দাশ সুমন: পবিত্র  রমজান  মাসের শেষ  দশ  দিন  যখন  ব্যবসায়ীদের  ব্যাবসা  বান্ধব  ঈদ  মৌসুম  বলে  বিবেচিত  হয়  তখনই  ছদ্ম বেশী  জালিয়াত  চক্র  নিজেদের  স্বার্থ  সিদ্ধির  চক্রান্তে  ব্যাস্ত  হয়ে  পরে । আজ বৃহস্পতিবার  সকালে  শহরতলির  ৪ টি  মার্কেটের  ৭  টি  দোকানে  সংঘবদ্ধ চোরের  দল  দুর্ধর্ষ  চুরি  করে বিপুল টাকার মালামাল নিয়ে গেছে।

    শ্রীমঙ্গল থানা  প্রশাসন  সুত্রে  জানা  যায়, সকালে  শহরের  কয়েকটি  দোকানের  তালা  ভেঙ্গে  নগদ  টাকা  ও  মালামাল  চুরি  হয়।

    শ্রীমঙ্গল  শহরের  কলেজ  রোডে  অবস্থিত  হোয়াওয়ে  মোবাইল  ফোনের  শো  রোমটিতে  দুর্ধর্ষ  চুরির  ঘটনা  ঘটে। চোরেরা  দামি  মোবাইল  ফোনের  সেট  ও  মূল্যবান  জিনিসপত্র  নিয়ে  পালিয়ে  যায়  এবং  একই  সময়ে  শহরের  ষ্টেশন  রোডের  সুফিয়া  ম্যানশনের  দুটি  গার্মেন্টস, গোল্ডেন  হ্যান্ড,  সুতাঘর,  হবিগঞ্জ  রোডের  পরেশ  ম্যানশনের  রয়েল  মেশিনারিজ  ও  সেজুতি  ঔষধের  দোকানের  তালা  ভেঙ্গে  মালামাল  নিয়ে  পালিয়ে  যায় ।
    শ্রীমঙ্গল  ব্যবসায়ী  সমিতির  সাধারণ  সম্পাদক  হাজী  মো.  কামাল  হোসেন  জানান,  শহরের  ৭  টি  দোকানে  চুরি  সংগঠিত  হয়েছে  এবং  এ  ব্যাপারে  শ্রীমঙ্গল  ব্যবসায়ী  সমিতি  মামলার  প্রস্তুতি  নিচ্ছে।
    ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের  কাছ  থেকে  জানা যায়, চুরি  হওয়া  মালামাল  ও  অর্থের  পরিমান  কয়েক  লক্ষ  টাকা ।  এই  বিষয়ে  তারা  গভীর  উদ্বেগ  প্রকাশ  করেন  এবং  যতদ্রুত  সম্ভব  প্রশাসনিক  হস্তক্ষেপ  কামনা  করেন।
    শ্রীমঙ্গল  থানা  প্রশাসনের  উদ্যোগে  শ্রীমঙ্গল  শহরে  স্থাপিত  সিসি  ক্যামেরায়  দেখা  যায়, চোরেরা  বিশেষ  কৌশলে  কয়েক  মিনিটের  মধ্যে  ৭ / ৮  জনের  একটি  দল  বিভিন্ন  মার্কেটে  প্রবেশ  করে   দ্রুত  তালা  ভেঙ্গে  ভিতরে  প্রবেশ  করে  চুরি  করে  পালিয়ে  যায়।
    এ  বিষয়ে  শ্রীমঙ্গল  থানার  ভারপ্রাপ্ত  কর্মকর্তা  কে  এম  নজরুল  ইসলাম   জানান,  ঘটনাটি  সম্পর্কে  আমরা  অবহিত  হয়েছি ।  সকালে  ভারী  বৃষ্টিপাত  থাকায়  সুযোগ সন্ধানী  চোরের  সংঘবদ্ধ   চুরি  করে  পালিয়ে  যায়।  এ  ব্যাপারে  আমাদের  থানা  পুলিশের  পক্ষে  চলমান  রোজা  ও  ঈদকে  সামনে  রেখে  শহরের  ব্যবসায়ী  ও  নাগরিকদের  নিরাপত্তা সহ  সার্বিক  নিরাপত্তা  ব্যবস্থা  আরো  জোরদার  করা  হবে।