ঈদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়

    0
    174

    ঈদের  ৩য় দিনে ও

    আমারসিলেট টুয়েন্টিফোর ড টকম,২৮সেপ্টেম্বর,আলী হোসেন রাজনঃ প্রকৃতির সাথে ঈদের ছুটিকে আনন্দ উৎসবে ভরে দিতে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখর এখন মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। বন বিভাগ জানিয়েছে, এবার প্রায় ৫০ হাজার টাকার রাজস্ব আদায় হবে। পর্যটকদের আনাগোনা পুরো সপ্তাহ জুড়ে বহাল থাকবে। তাই উদ্যানের প্রবেশ মুখে রাস্তার দুইপাশে পার্কিং ছাড়াও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এখন পর্যটকমুখর। ঢাকা, নরসিংদী, সিলেটসহ দেশের বিভিন্নস্থান থেকে পর্যটকরা এসে এখানে আনন্দে মেতে ওঠেছেন।

    এই পার্কটি এখন ভ্রমণবিলাসীদের চিত্ত বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্পট হয়ে উঠছে। উদ্যানের বনের ভেতরে রয়েছে তিনটি প্রাকৃতিক ফুট ট্রেইল বা পায়ে হাঁটা পথ। আগত পর্যটকদের অনেকেই জানালেন, নগর জীবনের বিষন্নতা ভুলতে এই লাউয়াছড়ায় আসা। পরিবারের সদস্যসহ স্বজনদের সাথে নিয়ে প্রকৃতির সাথে সারাদিন কাটাতে পেরে খুব খুশী তারা।

    পশু-পাখি না দেখলেও ঠান্ডা হিমেল বাতাস ও একটু বৃষ্টির দেখাতেই পরম আনন্দ পেয়েছেন। অনেকেই আবার কয়েকবার এখানে এসেছেন।

    এসেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। তারা জানালেন, সব ঠিক থাকলেও উদ্যানটিতে রেষ্টুরেন্ট বা থাকার জায়গা থাকলে ভালো হয়। এছাড়া জাতীয় উদ্যানে ঘুরতে দিক নির্দেশনামূলক কিছু থাকলে পর্যটকদের ঘুরে বেড়াতে সুবিধা হতো।

    এদিকে বনবিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একারণে এবার ঈদে গত বারের চেয়ে ৩০ শতাংশ বেশি পর্যটক বেড়াতে এসেছেন। তাই গত দুইদিনে প্রায় ৩ হাজার পর্যটক এখানে এসেছেন এবং ৩ দিনে ৫০ হাজারেরও বেশি রাজস্ব আদায় হবে।