ঈদে মিলাদুন্নবী নিয়ে মৌলভী শফির অবমাননার প্রতিবাদ

    0
    311

    বিচার না করলে সরকারকে চরম মূল্য দিতে হবেঃজাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ডিসেম্বরঃ  হেফাজত আমীর মৌলভী আহমাদ শফি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুষ্ঠান ও তাবারুক পায়খানা সাথে তুলনা করে শুধু এদেশের ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানেন নি। বরং রাষ্ট্রে স্বীকৃতির প্রতি অবজ্ঞা প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে। এর দৃষ্টান্ত মুলক শাস্তি সরকার নিশ্চিত না করলে কোটি কোটি আশেকে রাসূলের হৃদয়ে যে ক্ষোভের অনল জ্বলে উঠেছে তা দাবানলে রূপ নিতে পারে।

    তাই সরকারের উচিত অবিলম্বে মৌলভী শফি’র গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করুন। জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান ও মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা.জি.আ.) ও মহাসচিব এস.এম.মাসুম বাকী বিল্লাহ’র পক্ষে পরিষদের সমন্বয়ক ইমরান হুসাইন তুষার এক বিবৃতিতে সরকারের প্রতি এ আহবান জানান।প্রেস বার্তা।