ঈ’দে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা

    0
    497

    মিনহাজ তানভীরঃ   আসছে আগামী মাসে শাফিউল মুজনেবিন,রাহমাতুল্লিল আলামিন, কুল-মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম সৃষ্টি, আখেরী নবী,খাতামুন্নাবীঈন ওয়া মুরসালিন, মু’মিনদের ইহকাল ও পরকালের কল্যাণকারী পরম বন্ধু;জানের চেয়ে ও প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত শরীফ অর্থাৎ প্রিয়নবীর পৃথিবীতে শুভাগমন উপলক্ষে সারা বিশ্বের ন্যায় মৌলভীবাজার জেলা আহলে সুন্নত ওয়াল জামা’আতের আয়োজনে পবিত্র জশনে জুলুসে ঈ’দে মিলাদুন্নবী (দঃ) ‘র আনন্দ মিছিল সংক্রান্ত প্রস্তুতি বিষয়ক এক সাধারন সভা মৌলভীবাজার জেলাধীন সদর থানার ইসলামপুর এলাকায় “ইসলামপুর দরবার শরীফ”-এর খানকায় মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়।
    এতে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    জশনে জুলুসে ঈ’দে মিলাদুন্নবী (দঃ) সকল আশেকে রাসুল মুসলিমদের সফলভাবে উদযাপন উপলক্ষে নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
    সভাটি পরিচালনা করেন কাজী কুতুবুদ্দীন সাধারণ সম্পাদক জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এতে সভাপতিত্ব করেন পীর আলী নুরুল্লাহ শাহ (মাঃ), উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ জেলা নেতৃবৃন্দ।
    সভার প্রারম্ভে পবিত্র কোরআনুল করীম থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুর রহিম রেজভী, নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন মাওলানা দেলওয়ার হোসেন আল কাদরী।
    সভায় বক্তব্য রাখেন, মাওলানা শাহ জালাল আহমেদ আখঞ্জী সিনিয়র সহ-সভাপতি মৌলভীবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, মাওলানা
    মোহাম্মদ হারিছ আল কাদেরী, মাওলানা শাহ মোহাম্মদ আলাউদ্দিন ফারুকী সহ-সভাপতি মৌলভীবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত,মোহাম্মদ দুরুদ আলী সহ-সভাপতি মৌলভীবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত,মাওলানা আব্দুল মুহিত হাসানী সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত,হাজী শেখ মোহাম্মদ ইলিয়াস অর্থ সম্পাদক মৌলভীবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত, আনিছুল ইসলাম আশরাফী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মৌলভীবাজার জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত,মাওলানা নাজাত উল্লাহ জিহাদি সভাপতি মৌলভীবাজার সদর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত, মাস্টার মঈনুল ইসলাম খান সভাপতি কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত,মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ,মাওলানা মোহাম্মদ ইসরাইল, কাজী যোবায়ের আহমেদ, মোহাম্মদ নওয়াব আলী ও আব্দুল মজিদ প্রমুখ।